আজাদ বার্তা, পূর্ব বর্ধমান গলসি, গলসি ১নং ব্লকের কোলকোলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করল উচ্চগ্রাম অঞ্চল তৃণমুল কংগ্রেসের। যেখানে সতস্ফুর্ত ভাবে বেশ কিছু তৃণমূল কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। দেশজুড়ে করোনা মহামারী এবং লকডাউন পরিস্থিতিতে ব্লাডব্যাংক গুলির রক্ত সঙ্কট মেটাতে ওই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি করা হয় বলে জানা গেছে। ব্লক জুড়ে এমন শিবির লাগাতার করা হচ্ছে গলসি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগে। প্রদীপ পোজ্জ্লনের মাধ্যেমে শিবিরের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার পরিষদের সভাধিপতি শম্পা ধারা। পঞ্চাশ জন তৃণমূল কর্মী পঞ্চাশ ইউনিট রক্ত দান করেন ওই শিবিরে। পাশাপাশি প্রতি রক্তদাতার হাতে একটি করে গাছ তুলে দেওয়া হয়।
ছবি:- সেখ ইমরান
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, গলসি বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মোঃ জাকির হোসেন, জেলা পরিষদের খাদ্য কর্মাধক মেহেবুব মন্ডল, জেলা পরিষদের সদস্যা নুরন্নেসা বেগম, পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়া ও সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জী, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ্য প্রশান্ত লাহা ও বনভুমি কর্মাধক্ষ্য বিমল বাউরী, উচ্চগ্রাম পঞ্চায়েত প্রধান মনসা বাউরী, অঞ্চল সভাপতি সরোজ চক্রবর্তী, তৃণমূল নেতা সেখ বকুল সহ অঞ্চলের নেতা ও কর্মীরা ছিলেন



0 Comments: